২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

অতিভারী বর্ষন ও জোয়ারের পানিতে প্লাবিত রায়পুরের অধিকাংশ গ্রাম

     

 

নিজস্ব প্রতিনিধি 

অতিভারী বর্ষন ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে আনোয়ারার রায়পুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। রায়পুরের পূর্ব গহিরা,দক্ষিন গহিরা, ফকির হাট,দক্ষিণ সরেঙ্গা,ঘাটকূল,বাঁচা মিয়া মাঝির ঘাট এবং বার আউলিয়াতে স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারনে জোয়ারের পানি সরাসরি উপকূলে প্রবেশ করে।বৃষ্টি ও জোয়ারের পানির প্রবল স্রোতে লন্ডভন্ড করে দিয়েছে চলাচলের রাস্তাঘাট,ফসলী জমি সহ অনেকের ঘর-বাড়ি।

গহিরা বাঁচা মিয়া মাঝির ঘাট,পূর্ব গহিরা ফকির হাট ও দক্ষিন গহিরা বার আউলিয়ার প্রায় প্রত্যেক ঘরে পানি ঢুকেছে।যার ফলে অনেক পরিবারে রান্নাবান্নার সমস্যা ও আসবাপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।চুলাই পানি ঢুকার কারনে গতকাল থেকে রান্নাও হয়নি অনেক পরিবারে।

পূর্ব গহিরা ফকির হাট,বার আউলিয়ার এলাকার অধিকাংশ দোকান জোয়ারের পানির স্রোতের ধারে পড়ে।এতে করে অনেক দোকানের জিনিসপত্র স্রোতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রিয় রায়পুর থেকে

শেয়ার করুনঃ

Leave a Reply