২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

আনোয়ারা গহিরা নজুমিয়ার খাল খনন,সুইচ গেট মেরামত ও রাস্তা নির্মাণ করার দাবী

     

মোহাম্মদ মুনসুর
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরা নজুমিয়া খালের নাভ্যতা হারিয়ে খালটি মরা খালে পরিনত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে পুরা গ্রাম পানি বন্দি হয়ে পড়ে। এতে চাষাবাদ,ক্ষেত খামার, ফসল ফলাদির ব্যাপক ক্ষয় ক্ষতি ঘটে। পাশাপাশি দুইটি খাল থাকায় একটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির সহজে যেতে পারে না। অপর খালটি কিছু লোকের দখলে বাঁধ থাকায় পানি যেতে পারেনা। ফলে বৃষ্টি বাদলে গ্রামবাসির দুর্ভোগ ভোগান্তির অন্ত থাকেনা। নজুমিয়ার খাল নাভ্যতা হারিয়ে ভরাট হয়ে গেছে। অপর খালটি কিছু লোকের দখলে রেখে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে রেখেছে। পুরা গ্রাম বৃষ্টির পানিতে ডুবে গেলেও খাল বাঁধগুলো খুলে দেয়না। আর নজুমিয়ার খাল ভরাট হয়ে যাওয়ায় পানিতো এমনিতে চলাচল করতে পারেনা। স্বাধীনতার ৪৬ বছরে শুধুমাত্র একবার নজুমিয়ার খালের স্লুইচ গেইট মেরামত ছাড়া নজুমিয়ার খাল ও অপর খালটি কখনো খনন করা হয়নি। বর্তমানে খাল দুটি পুনঃ খনন ও স্লুইচ গেইট মেরামত করা না হলে গ্রামবাসি চাষাবাদ, ক্ষেতখামার যেমন করতে পারবে না তেমনি সাগরের জোয়ারের নুনা পানি সহজে ডুকে গ্রামের সব পুকুর ডুবে নুনা পানিতে সয়লাব হয়ে যাবে। এতে গ্রামের পুকুরের মাছও নষ্ট হয়ে যাবে। তাছাড়া নজুমিয়ার খাল পুনঃখনন করে দক্ষিন পাড়কে রাস্তা নির্মাণ করার জন্য এলাকাবাসি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। সাগরের জোয়ারের নুনা পানির প্রবেশ বন্ধ করতে আগামি গ্রীষ্ম মৌসুমের আগে নজুমিয়ার খাল ও অপর খালটির পুনঃখনন এবং স্লুইচ গেইট মেরামত অতীব জরুরি হয়ে পড়ছে। ইতোপূর্বে খাল দুটি খনন ও স্লুইচ মেরামতের জন্য কর্তৃপক্ষ বরাবরে বহুবার আবেদন করেও কোন সুরাহা পাওয়া যায়নি। স্বাধীনতার ৪৬ বছরে এ খাল দুটি খাল খনন কর্মসূচির আওতায় অন্তর্ভূক্ত না হওয়া খুবই দুঃখজনক। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরে খাল দুটি পুনঃখনন ও স্লুইচ গেইট মেরামতের জন্য আন্তরিক পদক্ষেপ নেবেন।

শেয়ার করুনঃ

Leave a Reply