১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪১/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

লামায় মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তনের দাবীতে পাহাড়ী-বাঙ্গালী মিলে মানববন্ধন কর্মসুচী পালিত

     

মো: ফরিদ উদ্দিন
ত্রাণ চাই না মাতামুহুরী নদীর গতি পরির্বতন চাই এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।আজ সোমবার সকাল লামা উপজেলা প্রশাসনের কার্য়ালয়ের সামনে নাগরিক ফোরামের ব্যানারে ঘন্টাব্যাপী পাহাড়ী বাঙ্গালী মিলে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন।এসময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়–য়া,সাংবাদিক কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন,সামান্য বৃষ্টি হলে উপজেলা প্রশাসন ভবনসহ সরকারী স্থাপনা পারি পানির নীচে তলি যায়। লামা বাজারে ৭ শতাধিক বিভিন্ন পণ্যের দোকান রয়েছে,ঘন ঘন বন্যার কারণে দোকানপাট পানিতে ঢুবে যাওয়ায় মালামাল নষ্ট হওয়াসহ আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। বক্তরা বলেন,ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক থেকে এসএমই ঋণ এবং এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করে ঘর সংসার চালাতেন। প্রতি বছর কয়েক দফা বন্যায় ক্ষতি পোষাতে না পেরে অনেক ব্যবসায়ী ব্যবসা পাতি বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন। বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তনের দাবী জানান বক্তরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply