১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৭/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ

সৌদি জোটের নতুন দাবিও প্রত্যাখ্যান করেছে কাতার

     

কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন দাবিও প্রত্যাখ্যান করেছে দোহা। গত বুধবার সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোয় বৈঠক শেষে বলেছেন, তাদের দেয়া ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করার মধ্যদিয়ে কাতার প্রমাণ করেছে যে, দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

সৌদি জোটের এ দাবি নাকচ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অবরোধ আরোপকারী দেশগুলোর এ দাবি ভিত্তিহীন এবং দোহার সম্মানহানির শামিল। তবে সূত্রগুলো বলছে, এতকিছুর পরও কাতার চার আরব দেশের সেসব দাবি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যা কাতারের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক নয়।

কাতারকে দেয়া দাবি নাকচ করার পর সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো বলেছে, দোহার বিরুদ্ধে তারা আরো রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত পদক্ষেপ নেবে। তবে এর মধ্যে একটি দেশ বলেছিল, নতুন পদক্ষেপ নেয়ার বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply