২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৩৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

নতুন ইসির শপথ আজ

     

নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন শপথ নিবে আজ বুধবার বিকেলে।
বিকেল ৩টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন ইসির সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ নেয়ার পরপরই গণমাধ্যমের মুখোমুখি হবেন ইসির সদস্যরা। বুধবার বিকাল ৫টায় ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য ৪ সদস্য হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
আগামী ৬ মার্চ দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ১৪টি জেলার ১৮টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply