১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০৫/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় সোলার প্যানেল বসানোর অর্থ আত্মসাৎ জড়িতদের শাস্তি দাবী

     

সোলার প্যানেল বসানোর অর্থ আত্মসাৎ করেও শাস্তি না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করা শুরু করেছে। বিষয়টি রাস্তাঘাটে বলাবলিও হচ্ছে। খবর নিয়ে জানা গেছে, আনোয়ারার পড়ৈকোড়া স্বাস্হ্য কেন্দ্রে বিদ্যুৎ ঘাটতি লাঘবে সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খান ২ লাখ টাকার একটি প্রকল্প দেন। ওই প্রকল্পে ২টি ফ্যান, ৪টি লাইট ও ৫শত ইট লাগিয়ে বাদ বাকী টাকা প্রকল্প কমিটির সভাপতি আত্মসাৎ করে। এ বিষয়ে প্রকল্প কমিটির সেক্রেটারী টুম্পা মনি দাশের সাথে কথা বললে তিনি কিছুই জানেন না বলে জানান। এমনকী তিনি কখনো সইও করেনি।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত আনোয়ারার প্রকল্প অফিসার মুঠো ফোনে প্রথমে কাজ যথাযথ হয়েছে বললেও, ২টি ফ্যান, ৪টি লাইট ও ৫শত ইট বসানো হয়েছে বলার পর পুনরায় সঠিক কাজের বিবরণ দেবেন বলে জানান। এরপর একই নাম্বারে পিআইওকে মুঠোফোনে কথা বলতে চাইলও ফোন রিসিভ হচ্ছে না। প্রকল্পের অপরাপর সদস্যরা এই বিষয়ে মূখ খুলতে রাজী হয়নি। প্রকল্প কমিটি  সভাপতি দিপু গুপ্ত দাশ এই প্রতিনিধি ফোন দেবার পর এই রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত ফোন বন্ধ রেখেছে। এদিকে এই বিষয়ে প্রতিকার পাবর আশায় ওই এলাকার ইউপি সদস্য বিকাশ দাশ গুপ্ত বিভিন্ন সরকারী দপ্তরে আবেদন নিবেদনও করেছে । এই প্রকল্পসহ আরো কয়েকটির ব্যাপারেও অভিযোগ উঠেছে।ওই অভিযোগে প্রকল্প কর্মকর্তাও জড়িত রয়েছে বলে তথ্য মিলছে। প্রকল্প কর্মকর্তা মূলত পটিয়ায় কর্মরত হলেও আনোয়ারায় তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে জানান।  পটিয়া ও আনোয়ারার অভিযোগ পাওয়া প্রকল্পগুলো নিয়ে আমাদের অনুসন্ধানী টীম অনুসন্ধান চালাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply