২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:২২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

পানিতে ডুবে মৃত্যুরোধে স্থানীয় সরকারের এলাকায় অগ্রিম সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণে নিদের্শনা চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককে সাঁতার ক্লাবের স্মারকলিপি

     

 

পানিতে ডুবে মৃত্যুরোধে স্থানীয় সরকারের স্ব স্ব এলাকায় ঈদের আগে অগ্রিম সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণে নিদের্শনা চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে  আজ ২২ জুন সাঁতার ক্লাবের স্মারকলিপি প্রধান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাঁতার ক্লাবের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সাঁতার ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সাঁতার ক্লাবের সভাপতি ওচমান জাহাঙ্গীর, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগের গর্ভনর সিতারা গফফার, সাংবাদিক আনোয়ার সাইফী, এনামুল হাসান, নুরুল ইসলাম, পরাগ ধর, বদিউল আলম বদি। প্রতি বছর মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত অনেক শিশু পুকুর জলাশয়ে ডুবে মারা যায়। বেশ কয়েক বছর ধরে বর্ষার মৌসমে রোজার ঈদ হচ্ছে, নাড়ীর টানে অনেকে গ্রামে যায় এই সময় অসতকতার কারণে তাদের আদরের শিশুরা পানিতে ডুবে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ বছর ও ঈদ বর্ষার মৌসমে হচ্ছে এ সময় পুকুর ডোবা পানিতে টয়টম্বর। তাই সাঁতার ক্লাব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকারের ইউপি সদস্যদের স্ব স্ব এলাকায় মাইকিং করে স্থানীয় জনগনকে সচেতন করার জন্য নিদের্শনা চেয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণকালে তাৎক্ষনিকভাবে উপজেলা ইউ এন ও কে উক্ত নির্দেশনা প্রদান করেছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply