১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের বাদ দিয়ে টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব নয়

     

চট্টগ্রামস্থ হাটহাজারী ছাত্র সমিতির উদ্যোগে অদ্য ১৪ ফেব্রুয়ারি হাটহাজারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০১৭ সংগঠনের উপদেষ্টা ও তরুণ সমাজকর্মী লায়ন এম এ হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম। উদ্বোধন করেন ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্পন বাংলাদেশ এর সহ-সভাপতি সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, শিশু সংগঠন পূর্বাশার আলো’র সভাপতি ও উন্নয়নকর্মী নোমান উল্লাহ বাহার। স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী ছাত্র সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী পেয়ারু, সাধারণ সম্পাদক তাজনুভা তাসকিন তাহিয়া তিস্তা। উপস্থিত ছিলেন মো. গোলামুর রহমান রাজু, আজিজ বিন আফসার আদর, তানভিরুল ইসলাম রায়হান, মো. তামিম, আবু তারেব সাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পরা সুবিধাবঞ্চিত শিশুদের বাদ দিয়ে টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুপ্রতিষ্ঠা ও তাদেরকেও সমাজের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে। হাটহাজারী ছাত্র সমিতি’র প্রয়াসে মানসম্মত শিক্ষার বিকাশ, সৃজনশীল মেধাবী প্রজন্ম তৈরী, আলোকিত মানুষ গড়ে তোলা, শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসা প্রভৃতি ইতিবাচক কার্যক্রম সক্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে, যা প্রশংসনীয় ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply