২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৫/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

জিয়াউর রহমানের আদর্শ উজ্জ্বীবিত হয়ে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শপথ নিতে হবে

     

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ  ২১ জুন, চান্দগাঁও বালুরটাল উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব এরশাদ উল্লাহ, দলকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অতীতের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জ্বীবিত হয়ে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাজারে চড়া দাম জন জীবনকে দুর্বিসহ করে তুলেছে। বিএনপির মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল রাঙ্গামাটি পাহাড় ধসে দুর্গত মানুষের জন্য ত্রান নিয়ে যাওয়ার পথে হামলা প্রমাণ করে, সরকার এক দলীয় শাসন কায়েম করতে চায়। দেশের মানুষ এসব থেকে পরিত্রান চাই।
চান্দগাঁও থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো ঃ ফজুলুল করিমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক বন ও পরিবেশ সম্পাদক শওকত আলী। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক শওকত আলী, চান্দগাঁও ওয়ার্ড বিএনপির নেতা জসিম উদ্দিন, সালাউদ্দিন, আশরাফ, শফিকুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদল নেতা ইসমাইল, ওয়ার্ড যুবদল নেতা হাছান, মনছুর, জাহাঙ্গীর, বাবলু, আলমগীর, মহিউদ্দিন মুকুল, পাঁচলাইশ বিএনপি নেতা সোলায়মান বাদশা, কজেল ভিপি এস এম আকরাম, রুবেল, আজগর আরিফ, রিকু প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply