১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

লামায় ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারীদের সাথে প্রশাসনের মত বিনিময়

     

ফরিদ উদ্দিন, লামা
বান্দরবানের লামায় পাহাড়ের ঝুকিপুর্ণ এলাকায় বসবাসকারিদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনীময় হয়েছে। বর্ষাকালে অতি বর্ষণের কারনে পাহাড়ের ঝুঁকিপুর্ণ যায়গায় বসবাসকারিদের সচেতন করে তোলার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন সরজমিন এ তৎপরতা শুরু করেন। সাম্প্রতিক ভারি বর্ষনের ফলে বৃহত্তর পার্বত্য জেলায় পাহড় ধসে ব্যাপক প্রাণ হানির বিবরন দিয়ে কর্মকর্তাগণ বলেন, একমাত্র সচেতনতার অভাবে এই অপুরনীয় ও মর্মান্তিক ঘনটা ঘটেছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু উপজেলার পৌর এলাকা, সদর ও ফাশিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরজমিন পরিদর্শন করে এ মতবিনীময় করেন। এ সময় উপজেলা ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সহকারি কমিশনার ভুমি সাইদ ইকবাল, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ ইউছুপ আলী,. সদর ওয়ার্ডের সদস্য মো, আবু সুপিয়ান, ফাশিয়াখালী ইউপি সদস্য মো, কামাল উদ্দিন ও স্থানীয় সাংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তাগণ পৌর এলাকার লাইনঝিড়ি, সদরের নুনারঝিড়ি, রোয়াজাঝিড়ি, ফাসিয়খালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটনপাড়াসহ বিভিন্ন পাহাড়ী ঝুকিপুর্ণ এলাকায় বসবাসকারীদের ভারী ঝড়বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় গ্রহন, পাহাড়ের ঢালে পাহাড় ধসের ঝুকি মাথায় নিয়ে বসবাস না করা ও পাহাড়ের প্রাকৃতিক কাঠামো ঠিক রেখে পাহাড় ধস নিয়ন্ত্রণে রাখার জন্য এসব এলাকাবাসীদের পরামর্শ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply