১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৯/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার মাহফিলে বক্তারা দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে

     

 

দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যাগে গতকাল রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা সভায় ও ইফতার মাহফিল ওয়েল পার্ক রেসিডেন্সে অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদ।
দুর্নীতি প্রতিরোধ কমিটির চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমুর পরিচালনায় অনুষ্ঠানে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য মো. আবু সাঈদ সেলিম, এম. এ আজাদ ফিরোজী (শাওন পান্থ), মো. নাসির উদ্দিন, অধ্যাপক আকতার হোসেন চৌধুরী, ফাতেমা জেবুন্নেছা, প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, এ.বি.এম খালেদুজ্জামান (দাদুল), সুলতানা নুরজাহান রোজি, আবিদা সুলতানা। ব্যবসায়ী আকতার হোসেন, চৌধুরী কে এম এন রিয়াদ প্রমুখ
সভায় বক্তারা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। শৈশব থেকেই শিশুদের মনে দুর্নীতির কুফল এবং দুর্নীতিমুক্ত সমাজের সুফলের ধারণা দিতে পরিবার ও বিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে বক্তারা সকলের প্রতি আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply