১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:০৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাবে বিদ্যুৎ বিতরণ পদ্ধতি -প্রকৌশলী মৃনাল কান্তি সেন

     

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মৃনাল কান্তি সেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বেড়েছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে। প্রকল্প শেষ হলে গ্রাহকগণ লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যা হতে অচিরেই মুক্তি পাবে।
গত বুধবার স্টেডিয়ামস্থ হল-২৪ মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) চট্টগ্রাম শাখার উদ্যোগে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাবে বিদ্যুৎ বিতরণ পদ্ধতি শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মৃনাল কান্তি সেন এসব কথা বলেন।
আলোচনা সভায় বিউবো ডিপ্রকৌস চট্টগ্রাম শাখার সভাপতি জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রহিম উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মোঃ ফজলুর রহমান খাঁন, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবু বাছেত। এছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপ-পরিচালক, প্রকল্প পরিচালকগণসহ বিউবো ডিপ্রকৌস এর প্রায় তিন শতাধিক সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা জসিম উদ্দিন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply