২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:৪০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

ফটিকছড়িতে ৪১৫ পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

     

এম. শাহনেওয়াজ নাজিম
পবিত্র রমজান উপলক্ষে ফটিকছড়িতে ৪১৫ দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে আরব-আমিরাত প্রবাসি মাওলানা আমানুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে সংযুক্ত আরব আমিরাতের এক শায়েকের অর্থায়নে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের ৪১৫ পরিবারে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তাদের প্রত্যেককে ২৫ কেজি চাল, ৫ কেজি চিনি, ৫ কেজি তেল, ৫কেজি পেঁয়াজ, ৩কেজি ডাল, ৪কেজি ছোলা (চনা), ৩কেজি ময়দা, ২কেজি চিড়া, ৫০০গ্রাম চা-পাতা, ১প্যাকেট নুডলস, ১কেজি লবণ, ৫কেজি আলো, ২টি লাক্স সাবান ও বিস্কিট প্রদান করেন।

পরে ৫ শতাধিক রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, মাওলান ইউসুফ, মাওলানা আমানুল্লাহ’র পিতা আলহাজ্ব মুহিববুল্লাহ, মাওলানা মুফতি ইব্রাহিম, মোহাঃ ফয়েজুল্লাহ, সাংবাদিক শাহনেওয়াজ নাজিম, হাফেজ শওকত ও মাওলানা রাশেদ প্রমুখ।

সংযুক্ত আরব আমিরাতের ঐ শায়েক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার আয়োজন, ক্যানসার রোগীকে অনুদান, গরীব-অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান ও অন্যান্য অনুদানসহ সর্বমোট ১৮লক্ষ টাকার অনুদান প্রদান করেন বলে প্রবাসী মাওলানা আমানুল্লাহ জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply