২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৩২ পূর্বাহ্ণ

লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, বহু হতাহতের আশঙ্কা

     

লন্ডন প্রতিনিধি
লন্ডনের পশ্চিমাংশের একটি ২৭ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। নটিংহিলের ওয়েস্ট স্টেটের গ্রিনফল টাওয়ারে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৬ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সেখানে অগ্নিনির্বাপন বাহিনীর প্রায় ২০০ কর্মী কাজ করছেন।
লন্ডন মহানগর পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসাও দেয়া হয়েছে।  তবে কীভাবে ওই ভবনে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার ব্রিগেড।
সামাজিক যোগাযোগেমাধ্যমে আসা ছবি ও ভিডিওতে নিচ থেকে পুরো ভবনটিই জ্বলতে দেখা গেছে। সেটি ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির একজন প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, জ্বলন্ত ভবনটি থেকে বিভিন্ন অংশ খুলে নিচে পড়ছে। সেখান থেকে বিস্ফোরণ আর কাচ ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে।   ভবনটি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় পুলিশ আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে।
চ্যানেল ফোরের উপস্থাপক জর্জ ক্লার্ক বিবিসিকে বলেছেন, ভবনটি থেকে প্রায় ১০০ মিটার দূরে দাঁড়ানো অবস্থাতেও তার মনে হচ্ছিল তিনি হয়ত ছাইয়ে ঢাকা পড়ে যাবেন।
ক্লার্ক জানান, ভবনে আটকা পড়া একজনকে তিনি ওপর থেকে টর্চের আলো দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেও দেখেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply