২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৫৯ পূর্বাহ্ণ

লন্ডনে গ্রেটার চিটাগং এসোসিয়েশনের ইফতার ও স্কলারশীপ ঘোষণা

     

নূরুন্নবী আলী লন্ডন প্রতিনিধি

ব্রিটেনের অন্যতম বৃহত্তম সংগঠন গ্রেটার চিটাগং এসোসিয়েশনের ইফতার পার্টি পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্টিত হয় । গ্রেটার চিটাগং এসোসিয়েশনের উপদেষ্টা , কার্যকরী কমিটির সদস্য স্বপরিবারে ইফতার পার্টিতে যোগ দেন । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মাসুদুর রহমান । প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন ইফতার পার্টিতে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে গ্রেটার চিটাগং এসোসিয়েশন কর্তৃক চট্টগ্রামের প্রতি উপজেলায় ২ জন করে ১৬ টি উপজেলায় ৩২ জন দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীকে প্রতি জনকে ১০ হাজার টাকা করে স্কলারশীপ প্রদানের ঘোষণা দেন । ভবিষ্যতে শিক্ষার্থী ও অর্থের পরিমান বৃদ্ধি পাবে বলে তিনি জানান ।

ইফতার পার্টিতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পিকার রাকিব আহমেদ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ ‘ র সাবেক প্রফেসর ডঃ জাকির হোসেন , বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একাত্তর টিভি ‘র লন্ডন ব্যুরো চিফ বিশিষ্ট সাংবাদিক তানভীর মাহমুদ । উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আলমগীর , বাংলাদেশ বিমানের সাবেক জি এম আলহাজ্ব মোহাম্মদ আলী , সেলিমুল হক , ডাক্তার বিশ্বজিৎ রায় সেতু , মীর রাশেদ আহমেদ , কাউন্সিলর ফিরোজ গণি , আকতারুল আলম , লুনা হোসেন , জাহাঙ্গীর আলম , অনুপম সাহা , ফারজানা সোমা , মোহাম্মদ কায়সার , ওসমান ফয়সাল , নূরুন্নবী আলী, সাজ্জাদুল ইসলাম , মিসেস শাহীন , মিসেস কোহিনুর আলম , রীপা খান , মিফতাহুল জান্নাত ,শহিদুল ইসলাম শহীদ , মিসেস সাজ্জাদ , সাইয়েদা সাবেরা শবনম রুনা , মাসুদ , মহিউদ্দিন মহি সহ আরো অনেকে ।

উল্লেখ্য স্কলারশীপ প্রদানের বিষয়টি সার্বিক তত্ত্বাবধানে আছেন সংগঠনের যুগ্ম মহাসচিব আকতারুল আলম । এ বিষয়ে আগ্রহীদের গ্রেটার চিটাগং এসোসিয়েশন ইউ কে ‘ তে যোগাযোগ করার আহবান জানান হয় । পবিত্র রমজানের পর আসন্ন চট্টগ্রাম মেজবান ও মিলনমেলার তারিখ ঘোষণা করা হবে । গ্রেটার চিটাগং এসোসিয়েশনের আগামী দিনের সকল কর্মসূচিতে ব্রিটেনে অবস্থানরত চট্টগ্রামবাসীদের আমন্ত্রণ জানিয়ে ইফতার পার্টি সমাপ্ত হয় ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply