১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ অগ্রভাগে ভূমিকা রাখবে -জাবেদ

     

ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রভাগে ভূমিকা রাখবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার প্রসারে ছাত্রলীগের কর্মকান্ড প্রশংসার দাবীদার। দেশে বিরোধী শক্তি যে অরাজকতা চালাচ্ছে এদের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্রলীগকে শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। গত ৯ জুন রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের নব মনোনীত সদস্য আরিফুজ্জামান আরিফ ভূমি প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম নগরীর সার্জন রোডস্হ ভূমি প্রতিমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এস এ মিরাজ, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মালেক রানা, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী নাজেমুল হক, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শফিউল আজম রিয়াদ, আব্দুল মাবুদ, শহীদুল ইসলাম, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা এসএম হুমায়ুন, সাইফুদ্দিন, আনিসুল হক, হামিদ হোছাইন, ইসতিয়াক চৌধুরী, কলিমুল্লাহ, সাজ্জাদ সাজিদ, শেখ মহিউদ্দিন, ওয়াহিদুল হক বাপ্পা, মাইনুল মান্নান, ইকবাল, সালাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এক পত্রে আরিফুজ্জামান আরিফকে সদস্য মনোনীত করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply