২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আবদুল মালেক সৌদি আরবে সড়ক দূর্ঘনায় নিহত

     

গত ২৮ শে মে রবিবার রাত ১১ টায় বাংলাদেশের সময় লোহাগাড়ার প্রবাসী আলহাজ্ব আব্দুল মালেক খায়বার সিলসিলা জুমা মসজিদের সামনে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায়। ওই এলাকার শায়খ সালেমের ছেলের গাড়ি তাকে মেরে দেয় বলে খবর পাওয়া যায়। ছোট ছেলে জমির উদ্দীন এবং সাহাব উদ্দীন লাশ দেখে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, তিনি সিলসিলা জুমা মসজিদে কাজ করতেন এবং মুয়াজ্জিন না থাকলে আযান দিতেন। খায়বার থানা পুলিশ গাড়িটি আটক করেছে। এখনও লাশ ও গাড়ি থানা হেফাজতে রয়েছে। রমজান মাসে তার বাড়ি চলে আসার কথা ছিল। তিনি আরো দুটি স্থানে কাজ করতেন। সেখানে দু মাসের বেতন পাননি। বেতন পেলে কয়েক দিনের মধ্যে চলে আসার কথা ছিল।
তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া (কুমিরা ঘোনা) লালবিবির পাড়ার বাসিন্দা। তার ৪ ছেলে ৪ মেয়ে রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র কর্তা।২০১৩ সালে তিনি সৌদি আরব যান। তার বড় ছেলে মিজানুর রহমান সকলের কাছে দোয়া কামনা করছেন। অন্যদিকে ১০দিনেও লাশ দাফন না হওয়ায় পরিবারের মধ্যে শোকের সাথে উদ্বিগ্নও হচ্ছে সবাই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply