২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

বক্সিরহাট ওয়ার্ডের উন্নয়ন ছাড়া বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন অবান্তর -আবদুচ ছালাম

     

মাহে রমজান উপলক্ষে মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় আজ সকালে বক্সিরহাট ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রী বিতরনকালে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশন ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বক্সিরহাট একটি শতাব্দী প্রাচীন বাণিজ্য কেন্দ্র। সমগ্র বাংলাদেশের খাদ্যসামগ্রী বানিজ্যিকীকরণের কেন্দ্রস্থল ঐতিহ্যবাহি চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ সহ এ ওয়ার্ডের উন্নয়ন ব্যাতিরেকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী বিনির্মান দিবা স্বপ্নের মতই অলীক হয়ে থাকবে। সংকীর্ণ রাস্তাঘাট, যানবাহনের প্রচন্ড চাপ এ এলাকাকে যানজটে দুর্বিসহ করে তুলেছে। প্রায় একযুগ সময় ধরে এলাকার আরো একটি মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে জলমগ্নতা। নদীর স্বাভাবিক জোয়ারেই ওয়ার্ডের অনেকাংশ জলমগ্ন হয়ে পড়ে। টেরীবাজারের মুখ তথা বক্সির বিটকে যানজট মুক্ত করতে আমি রাস্তাটি প্রশস্ত করে মাঝখানে ডিভাইডার দিয়েছি। কিন্তু দু:খজনকভাবে রাস্তাটির অর্ধেকাংশ হকারদের দখলে চলে যায়। চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জের মালবাহি গাড়িগুলো এলাকাবাসীর উপর যে বাড়তি চাপ ফেলত তা হতে মুক্ত করতে ও পণ্য আনা নেওয়ায় গতিশীলতা আনতে সিডিএ অনেক গুলো কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। চাক্তাই খাল হতে কালুরঘাট পর্যন্ত আউটার রিং রোড রিভার ড্রাইভ মেগা প্রকল্পে সংযুক্ত খালের মুখে জোয়ার নিয়ন্ত্রক গেইট হলে জলমগ্নতা আর থাকবে না। এছাড়া বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত নিস্কাশনের জন্য থাকবে ওয়াটার পাম্প ফলে জলাবদ্ধতাও লাঘব হবে।
বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিডিএ বোর্ড সদস্য ও তরুণ সমাজ সেবক কে বি এম শাহজাহান, চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সহিদুল হক চৌধুরী সৈয়দ, আওয়ামীলীগ নেতা মো. ফারুক, আবছার উদ্দিন, আলী আকবর, ইলিয়াছ জামাল, শামশুল আলম, মামুনুর রশিদ মামুন, সেলিম উদ্দিন সেকু, মোহাম্মদ তারেক, রবিউল আলম, উজ্জ্বল, উত্তম প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply