২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:০৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ

১২৭তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা মানবতার কল্যাণ ও সমৃদ্ধি সাধনে লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ অনন্য

     

 
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন, যুগে যুগে মহামানবেরা পৃথিবীতে আবির্ভুত হন সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য। তাঁরা মানবতাকে প্রতিষ্ঠা করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্বের বন্ধন রচনা করেন। মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীও পৃথিবীতে এসেছিলেন সত্য-সুন্দর-মঙ্গলের বার্তা নিয়ে। তিনি আজীবন মানবতার জয় গান গেয়েছেন। তিনি লোকনাথ ব্রহ্মচারী বাবা’র আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার সেবক পরিষদের সকল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ৩ জুন বিকাল ৪টায় লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদ বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত এক ধর্মসভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফিরিঙ্গীবাজারস্থ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিল্টন চৌধুরী, সহ-সভাপতি তপন বৈদ্য, অনিল দত্ত, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, লোকনাথ ব্রহ্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল দাশ রানা, মানবেন্দ্র সেন কালু, মুক্তিযোদ্ধা ঠাকুরদাশ, রাজীব, বিপু চক্রবর্ত্তী, শিশির চক্রবর্ত্তী, বিজয় চক্রবর্ত্তী শাওন, অমিত চক্রবর্ত্তী শান্তু, সুজন চক্রবর্ত্তী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply