১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৩০/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

চৌধুরী হাসান মাহমুদ হাসনীর মাতার ইন্তেকালও দাফন সম্পন্ন

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর শ্রদ্ধেয় মাতা আনিসা খানম (৭২) আজ ৩১ মে দুপুর ১২ টায় আন্দরকিল্লাস্থ বাস ভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে……. রাজেউন)।মৃত্যুাকালে তিনি চার সন্তান,দুই কন্যা ,বহু নাতি-নাতনি সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।
মরহুমা আনিসা খানমের নামাযের জানাযা বাদে মাগরিব কদম মোবারক শাহী জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়।এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন,উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম পি নুরুল আলম চৌধুরী, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি এড. ইব্রাহিম চৌধুরী বাবুল,সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুন চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, ইসমাইল বালি, মোঃ আজম,সলিম উল্লাহ বাচ্চু,আহমেদুল ইসলাম চৌধুরী,অধ্যাপক মাসুম চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক,চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক চৌধুরী ফরিদ সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ,শাহাজাদা শাহীন,চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, আব্দুল লতিফ টিপু, হাজী মোঃ সাহাবউদ্দীন,মাহবুবুর রহমান শিবলী,দিদারুল আলম,চেয়ারম্যান রোকনউদ্দীন চৌধুরী আহম্মদ,আলমগীরুল ইসলাম চৌধুরৗ, ওসমান গনি চৌধুরী,ব্যবসায়ী আব্দুল কৈয়ুম চৌধুরী,মাহবুবুর রহমান,নিজাম উদ্দিন,দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম,সাধারণ সম্পাদক আবু তৈয়ব,জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম,ইমরান হোসেন জুয়েল,সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ নামাজে জানাযায় অংশ নেন। নামাজে জানাযায় ইমামতি করেন সৈয়দ সিরাজুল ইসলাম চিশতি।দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভি।নামাযে জানাযা শেষে কদম মোবারক মসজিদ সংলগ্ন কবর স্থানে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়।
এদিকে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উপদেষ্টা চৌধুরী হাসান মাহমুদ হাসনীর শ্রদ্ধেয় মাতা আনিসা খানম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে সংগঠনের আহব্বায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী টি. কে সিকদার ও প্রতিষ্ঠাতা স ম. জিয়াউর রহমান বলেন, আনিসা খানমের মৃত্যুতে সমাজ একজন মহিয়সী নারীকে হারাল। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply