২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:৪২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘মোরা’র অবস্থান

     

পূর্ব-মধ্য  বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘মোরা’ অবস্থান করছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে সাত (৭) নম্বর বিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পাঁচ (০৫) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ।

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘মোরা’। শ্রীলঙ্কার উপকূল ভাগ ধরে দ্রুত বাংলাদেশ অভিমুখে অগ্রসর হচ্ছে এই প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাবর্ত। রবিবার সকালে ‘মোরা’ চট্টগ্রাম বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

 

শেয়ার করুনঃ

Leave a Reply