২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৬:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

  অবাধ তথ্য প্রবাহে মিথ্যাচার ও উসকানী থাকলে বিন্দু মাত্র ছাড় হবে না -তথ্য মন্ত্রী

     

 

 

চট্রগ্রামস্থ ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস  অফ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রিয় ও জেলা কমিটির সমন্বয়ে ঢাকায় দৈনিক নবচেতনার প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর সাথে এক সৌজন্যে স্বাক্ষাতে মিলিত হন । এসময় কেন্দ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জি.এম কেরামত আলীর নির্দেশে কেন্দ্রিয় যুগ্ন সচিব মোঃ কবির হোসোইন’এর নেতৃত্বে সম্প্রতি কৃষিবিদ মিলনায়তনে মানবাধিকার তথ্য ও প্রযুক্তির তথ্য প্রয়োগ বিষয়ে নানান কথা আলোচনা হয়।

উক্ত স্বাক্ষাতে ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস  চট্রগ্রাম জেলা কমিটির পক্ষে সহকারী যুগ্ন সচিব এম.এ হাসান,ভাইস চেয়ারম্যান হাজী শফিকুল ইসলাম,সদস্য মোঃ হারুণ ,জেলার সাঃসম্পাদক-মোঃনাছির উদ্দিন,সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা,সাংবাদিক এস, কে সাগর,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বন্দর থানা সভাপতি এম.বশির আহম্মদ সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষাত কালে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন,অবাধ তথ্য প্রবাহের যুগে কোন প্রকার মিথ্যাচার ও উসকানী থাকলে বিন্দু মাত্র ছাড়  দেওয়া হবে না । আর সংবাদ পত্র মিথ্যাচারের পত্র মিডিয়া কোন উসকানীর পত্র হতে পারে না।মানবাধিকার হনন হলে স্ব স্ব থানায় সঠিক তথ্য দিয়ে ভিকটিম কে আইনী সহায়তা পেতে সাহার্য্য করাই হবে একজন প্রকৃত মানবাধিকার কর্মীর কাজ।

পরে দৈনিক নবচেতনার সম্পাদক  লায়ন শাখাওয়াত হোসেন কে ক্রেস্ট এবং তথ্য মন্ত্রী ইনু কে ফুলেল শুভচ্ছা জানান ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস  অফ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রিয় ও জেলা কমিটি।

শেয়ার করুনঃ

Leave a Reply