২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৩৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে ‘নজরুল-রবীন্দ্রনাথ-বাঙলা ও বাঙালির শুদ্ধনাম’ এ শ্লোগানে রবি-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত

     

 

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামের ‘নজরুল-রবীন্দ্রনাথ-বাঙলা ও বাঙালির শুদ্ধনাম’ এ শ্লোগানে রবি-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের উদ্যোগে প্রচ্ছদ চত্বরে সাম্য মৈত্রী ও কল্যাণের কবি বাঙালা সাহিত্যের প্রধান দুই পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তি উৎসব পালিত হয়েছে। এসময় জাতীয় পর্যায়ে লোকনৃত্যে ভুমিকা তরফদার ও সংগীতে শিবলী সাদিক আতিক বিশেষ অবদান রাখায় প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন এর সভাপতিত্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জীবনি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রবীণ শিল্পী বাদল আহমেদ, শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতিমা রায় চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এস এম ছানালাল বকসী, আওয়ামীলীগ নেতা অলক সরকার, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সাবেক সভাপতি দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
পরে দুই কবির গান-কবিতা সমন্বয়ে আলেখ্যানুষ্ঠান পরিবেশিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply