২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৮/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ

হিলফুল ফুযূল স্মৃতি সংসদ ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড এর মাহে রমজানের স্বাগত র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

     

 

হিলফুল ফুযূল স্মৃতি সংসদ ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড এর মাহে রমজানের স্বাগত র‌্যালী জুম্মাবাদ আমির হোসেন সওদাগর জামে মসজিদ হতে খাতুনগঞ্জ হামিদ উল্ল্যাহ খান মসজিদ পর্যন্ত এসে শেষ হয়। র‌্যালী শেষে খাতুনগঞ্জ হামিদ উল্ল্যাহ খান মসজিদ প্রাঙ্গণে আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ পবিত্র মাহে রমজানে ঘন ঘন লোডশেডিং, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের প্রতি সুদৃর্ষ্টি কামনা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড হিলফুল ফুযূল স্মৃতি সংসদ এর সভাপতি মোহাম্মদ আমির হোসেন (সোহেল)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলফুল ফুযূল স্মৃতি সংসদের উপদেষ্টা মোঃ ইউসুফ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. শাহেদুল আলম সায়মন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাণিজ্যিক বহুল এলাকা চাক্তাই, খাতুনগঞ্জ, বক্সিরহাট, চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থান, সারাদেশে এখান থেকে পাইকারী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য চাল,চিনি,চনা, আদা, পেয়াজ, রসূন ইত্যাদি সমগ্র দেশের বিভিন্ন স্থানে পৌঁছায়। কিন্তু রমজানকে উপলক্ষ্যে করে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যকে গুদামজাত করে প্রয়োজনীয় নিত্য মূল্যের দাম অধিকগুণে বৃদ্ধি কওে জনভোগান্তির সৃষ্টি করে। প্রশাসন মহলের দৃর্ষ্টিপাত দিয়ে তাদের চিহ্নিত করে যথাযত শাস্তির ব্যবস্থার দাবি জানান। হাফেজ মোঃ ইব্রাহিম এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুব সেনা ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড এর সাধারণ সম্পাদক যুবনেতা মোঃ জাকির হোসেন। প্রধান বক্তা বলেন, বর্তমানে লোডশেডিং জনগণের জন্য একটি মারাতœক দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে রমজান মাসে লোডশেডিং এর ফলে রোজাদার ব্যক্তিদের অনেক কষ্টের সম্মুখিন হতে হয়। সেজন্য তিনি রমজান মাসে ঘন ঘন লোডশেডিং বিশেষ করে সাহ্রী, ইফতার ও তারাবিহ্ নামাজের সময় লোডশেডিং না হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরিশেষে তিনি রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল, রেস্তোরা বন্ধ রাখার দাবী জানান। বিশেষ বক্তা ছিলেন মোঃ হেলাল কাদেরী। সমাবেশে আরো বক্তব্য রাখেন মোঃ রুবেল, ইমরান, সায়েম, রায়হান উদ্দিন টিটু, ইউসুফ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply