২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ ওয়লফেয়ার সোসাইটির হামদ-নাত ক্বেরাত প্রতিযোগীতা শুরু

     

 

মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাওসোর উদ্যোগে এস. এ কর্পোরেশন ক্বেরাত, হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগীতার বর্ণাঢ্য আয়োজন ২৫ মে নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেন বাওসোর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী অনুষ্ঠানের ক, খ, গ মোট তিন বিভাগের সাড়ে তিন শতাধিক প্রতিযোগীর বর্ণাঢ্য আয়োজনে মেগা পুরস্কারের এ অনুষ্ঠান উদ্বোধন করেন এস.এ কর্পোরেশন এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ শাহ্ আলম। অনুষ্ঠানে আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট সাতকানিয়া পৌর মেয়র মুহাম্মদ জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট অধ্যাপক মুহাম্মদ মাসুম চৌধুরী। বিচারক প্যানেল এর প্রধান সমন্বয়কারী বাংলার মাটির প্রতিষ্ঠাতা এবিএম অলিউল্লাহ, আল মদিনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আসহাব উদ্দিন আল আজাদ, গীতিকার ফারুক হাসান, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদ সভাপতি শিল্পী এস.এম. ফরিদ, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক ও সংগীত শিল্পী আবদুল করিম সেলিম, ইয়ং স্টার সোসাইটির সভাপতি ইউসুফ আল হাবিব, এস.এম. সরওয়ার, আফিয়া ইবনাত সায়মা। এম. উমর ফারুক আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওলাদ হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এ ধরনের প্রতিযোগীতা অনবদ্য অবদান রাখবে। ভিনদেশী সংস্কৃতির আগ্রাসী ও অপ সংষ্কৃতির করাল ছোবল থেকে জাতিকে রক্ষা করতে ইসলামী সংস্কৃতির চর্চায় বড় প্রয়োজন। স্টার প্লাস, স্টার জলসা আমাদের ঘর সংসার ধ্বংস করে দিচ্ছে মা-বোনদের কোমলমতি মনকে তারা হিংসাক্ত করে তুলছে। এ দেশে গানের প্রতিযোগীতার জন্য যে ভাবে মা-বোনরা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পার করে তা না করে যদি সন্তানের সুশিক্ষার জন্য সামন্য চিন্তা করতো তাহলে মানবিক মূল্যবোধের সংকট তৈরী হতো না। মানবিক মূল্যবোধের সংকট থেকে উত্তরণে ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply