২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

ঢাবি উপাচার্য প্রফেসর ড.আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকীকে বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা বই প্রদান করলেন সাংবাদিক সোহেল তাজ

     

 

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকীর সাথে গতকাল ২২ মে দুপুরে উপাচার্য কার্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা গ্রন্থের লেখক সাংবাদিক সোহেল তাজ এক সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন। এসময় ঢাবি উপাচার্য প্রফেসর ড.আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকী বলেন বঙ্গবন্ধু শুধু বাঙালীর নেতা, বঙ্গবন্ধু সমগ্র পৃথিবীর নেতা, বঙ্গবন্ধু নিয়ে আমাদের প্রত্যেকের গবেষণা করা উচিত, বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে আমরা নিজেরাই সমৃদ্ধ হবো। বঙ্গবন্ধু আমাদের জন্য এক বিস্ময়কর প্রতিভা ও আদশের নাম। যার আদর্শকে আমাদেরকে সবসময় সাহস ও প্রেরণা যোগায়। তিনি বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা গ্রন্হটি লেখার জন্য লেখক ও সাংবাদিক সোহেল তাজকে অভিনন্দন জানান। সাথে সাথে ভবিষ্যতেও বঙ্গবন্ধুকে নিয়ে আরো গবেষণামুলক বই সম্পাদন করার আহবান করেন। সভা শেষে লেখক ঢাবি উপাচার্য প্রফেসর ড.আ আ.ম.স.আরেফিন সিদ্দিকীকে বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা গ্রন্থটি উপহার দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply