২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

দুর্জয় এর জঙ্গি ও মাদক বিরোধী আলোচনা সভা

     

 

আজ নগরীর থিয়েটার ইনিস্টিটিউটে প্রগতিশীল সামাজিক সংগঠন ‘দুর্জয়’ এর উদ্যোগে দুর্জয় এর প্রধান সমন্বয়ক মোঃ নিশাত চৌধুরী এর সভাপতিত্বে ও শান্তনু দেওয়ানজী এর সঞ্চালনায় জঙ্গি ও মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মসিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর বাবু জহুর লাল হাজারী, বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, দুর্জয় এর সংগঠক আজম আলী চৌধুরী জুয়েল, মোঃ রাশেদুল ইসলাম সহ নগরীর বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এর ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জঙ্গি ও মাদক একটি মারাত্মক ব্যাধি হয়ে দাড়িয়েছে, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে জঙ্গিবাদের মত মারাত্মক ব্যাধিতে আক্রান্ত করা হচ্ছে। কোন ধর্মগ্রন্থে মানব হত্যার কথা বলা হয়নি তাই এ থেকে বাঁচতে হলে তরুণ সমাজকে নিজ নিজ ধর্ম চর্চা করতে হবে। বক্তারা আরো বলেন, মাদকও হচ্ছে একটি ব্যাধি, যা একজন সুস্থ্য সবল মানুষের জীবন ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত শুধুমাত্র নিজেকে ধ্বংস করে না ধ্বংস করে সমাজকেও। তাই সুন্দর সমাজ গঠনকল্পে ছাত্র সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। মাদকের বিরুদ্ধে সংকল্পবদ্ধ হতে হবে। তবেই আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply