২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৫:০৮ পূর্বাহ্ণ

ভারতীয় মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক ড. আশীষ দাশগুপ্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তিগত শিক্ষা প্রশংসনীয়

     

ভারতের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ফ্যাকাল্টির প্রাক্তন ডীন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের উপদেষ্টা, চট্টগ্রাম কধুরখীলের কৃতিসন্তান, মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক ড. আশীষ দাশগুপ্ত বাংলাদেশে এক শুভেচ্ছা সফরে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে পদার্পণ করেন। এতে তাঁকে উষ্ণসংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে তিনি কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের অগ্রগতী কামনা করে বাংলাদেশে মহিলা শিক্ষার প্রশংসা করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ও প্রযুক্তিগত আধুনিক শিক্ষার প্রশংসা করে তিনি ছাত্র-ছাত্রীদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ভাল ভাবে লেখা-পড়া করার পরামর্শ দেন। ২১ মে রবিবার সকালে কধুরখিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ড. অধ্যাপক অনুরাগ দাশগুপ্ত, বিশিষ্ট ব্যাংকার অলক দাশগুপ্ত, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, বিশিষ্ট ভাস্কার ডি.কে দাশ মামুন, শুভাশীস নাথ, লিপি শীল, মিজানুর রহমান, জমিউলহুদ সোহেল প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply