২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ভোর ৫:৪১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ

যুবনেতা সাদ্দাম ও ইয়ামিনের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী সোহেল ও শফিকের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিয়াখান নগরে প্রতিবাদ সমাবেশ

     

 

দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরের হাজী মনসুর আলী রোডস্থ চর চাকতাই স্কুল মাঠ প্রাঙ্গনে গত ১৯ মে শুক্রবার রাতে স্থানীয় যুবনেতা সংস্কৃতিকর্মী সাদ্দাম ও মো: ইয়ামিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ আজ বিকেলে নগরীর মিয়াখান নগর পোল চত্বরে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, কিছু সমাজবিরোধীদের অপতৎপরতায় মিয়াখান নগর এলাকার ম্যাচ ফ্যাক্টরী গলি হাজী মনসুর আলী রোড, চর চাকতাই স্কুল মাঠ চত্বর, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এলাকায় চুরি-ছিনতাই রাহাজানি ও মাদকের ব্যাবহার বেড়েছে। শুক্রবারের ঘটনাটিতে হামলাকারীদের হামলায় সাদ্দাম হোসেন ও মো: ইয়ামিন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। তারা আরো বলেন, কিছু প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় সন্ত্রাসীরা স্থানীয় অধিবাসীদের জিম্মি করে রেখেছেন। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় তাদের অপকর্ম সহ্যের সীমা অতিক্রম করছে। প্রতিবাদ সমাবেশে হামলকারী সন্ত্রাসী শফিক ও সোহেলকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, যুবলীগ নেতা মো: হাসান মুরাদ, আবুল কোম্পানী, সালাউদ্দিন কাদের চৌধুরী রুমি, মো: আসলাম, বাবুল হোসেন, নূর নবী, আনোয়ার হোসেন, মো: ইউনুছ, মো: রায়হান, মো: আল আমিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে মিয়াখান নগর এলাকার হাজী মনসুর আলী রোড, ম্যাচ ফ্যাক্টরী গল্লি, সাবান ফ্যাক্টরী, চর চাকতাই স্কুল মাঠ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply