১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:০৭ পূর্বাহ্ণ

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই

     

২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ রবিবার ভোর ৬টার দিকে রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
জাগপা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান শফিউল আলম প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাগপার এই নেতা এক সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাত ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে ছিটকে পড়েন।
সে সময় কারাগারে যেতে হলেও পরে জিয়াউর রহমানের সময়ে তিনি মুক্তি পান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি গঠন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply