১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩৮/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ

 কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩৭ হাজার টাকার জালনোটসহ ২জন আটক

     

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩৭ হাজার জাল টাকার নোটসহ আমিনুর ইসলাম ও আব্দুল জলিল নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ব্যাংক ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় আমিনুর ইসলাম নামের এক ব্যক্তি গাইবান্ধা জেলার অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখায় ১ লাখ ৩০ হাজার টাকা অনলাইন ট্রান্সফার করতে এলে জাল টাকার নোটগুলো ব্যাংক কর্তৃপক্ষের নজরে পড়ে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে জাল টাকাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক পবিত্র কুমার বিশ্বাস জানান, আটককৃতদর কাছ থেকে ৩৭টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। পরে জাল টাকা রাখার দায়ে আমিনুর ইসলাম ও আব্দুল জলিলকে পুলিশে সোর্পদ করা হয়েছে। আমিনুর ও জলিল উভয়ের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার শিলখূড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত জাল টাকাসহ দুই জনকে আটকের কথা স্বীকার করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply