১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে জনসচেতনতায় ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া সম্পন্ন

     

কর্ণফুলী উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র ব্যবস্থাপনায় জনসচেতনতায় ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া গত ১৪ মে শনিবার বিকেলে চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র পরিচালক (প্রশাসন) আহমাদুল হক। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহ্সান উদ্দীন মুরাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিপিপি’র চট্টগ্রামের ডিডি রহুল আমিন, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। প্রধান বক্তা ছিলেন সিপিপি’র কর্ণফুলী উপজেলার টিম লিডার লুৎফর রহমান শাহজাহান, বক্তব্য রাখেন সিপিপি’র কর্ণফুলী উপজেলার ডিপুটি টিম লিডার এম মঈনুদ্দীন, চরলক্ষ্যা ইউনিয়ন টিম লিডার আবদুল্লাহ মাবুদ বাবুল, জুলধা ইউপির টিম লিডার মো. মুছা, কর্ণফুলী উপজেলার সিপিপি’র অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলার সহকারী পরিচালক নজরুল ইসলাম, বাঁশখালী উপজেলার টিম লিডার মো. ছগীর, স্বেচ্ছাসেবক মো. ইসমাইল, নুর মোহাম্মদ নাঈম, ওমর ফারুক হৃদয়, হায়দার আলী, জালাল উদ্দীন রুকন, সাইফুল ইসলাম, নুরুল আকতার প্রমুখ। অনুষ্ঠান শেষে জনসচেতনতায় ঘূর্ণিঝড় বিষয়ক মহড়ায় অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা সিপিপির টিম লিডার লুৎফর রহমান শাহজাহানকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আহমাদুল হক।
প্রধান অতিথি উপসচিব আহমাদুল হক বলেন, ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়া জরুরী। বর্তমানে সিপিপি’র অধিনে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। সচেতনতা বাড়ানো গেলে ঘূণিঝড়ের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply