২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৩৮/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

শিপইয়ার্ডের শ্রমিক তারেক আজীজ এখন কমেডিয়ান

     

বাল্যকাল থেকে খুবই শখ ছিল কমেডিয়ান হওয়ার। পরিবার থেকে সমর্থন না পাওয়ায় আজ এতবছর পার হয়ে গেলেও ২২ বয়সী তারেক আজীজ তার স্বপ্ন পূরন করতে যাবে। এই কমেডিয়ান তারেক অনলাইন মিডিয়া কপ্লাস টিভিতে কমিডিতে এক পর্ব শেষে আরেক ধাপ এগিয়ে যেতে চেষ্টা করছে। তারেক ফৌজদারহাট রুস্তম আলী সিকদার বাড়ির মরহুম আবু তাহেরের ছেলে। তিনভাই দুইবোনের মধ্যে তারেক মেঝ ছেলে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে থেমে গেল তার পড়ালেখার অধ্যায়। ভাটিয়ারী একটি শিপইয়ার্ডে কাজ করার পাশাপাশি কমেডিয়ানে যোগ দেন। অপু আলমগীরের হাত ধরে তার পথ চলা।  প্রতিবেদককে তিনি জানান, অল্পকিছু দিন হল এই কমিডিতে যোগ দিল। সবেমাত্র একটি প্রোগ্রাম করে আরেক পর্ব শুরু করতে যাবে। তিনি এখন কিছু গান লিখছে অল্পকিছু দিনের মধ্যে গানগুলোর মাধ্যমে কমেডি শুরু করবেন। এলাকাবাসীর কাছ থেকে কিছু চাওয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন,এলাকার ছেলে বলে তার পারফরমেন্স যদি ভাল লাগে তাহলে তাকে ভোট দিতে বলেছেন। সে দেশবিদেশে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যেন যোগ দিতে পারে সকলের কাছে দোয়া চেয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply