২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:০৪/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

লামায় সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

     

ফরিদ উদ্দিন,লামা
বান্দরবানের লামায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। এ লক্ষে শহর মিলনায়তনে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রদান অতিথি ও ভাইস চেয়ারম্যান শরাবন তাহুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু তৈয়ব, সমাজসেবা অফিনার শাহী নেওয়াজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঁঞা ও পঃপঃ কর্মকর্তা জোবাইরা বেগম লাইনঝিরি মুহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ইব্রাহীম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পর্যায়ে ২৫ টি ইভেন্ট এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পর্যায়ে পুরস্কা, সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।মাদ্রাসা পর্যায়ে লাইনঝিরি মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসা ও একই প্রতিষ্ঠানের সুপার মাওলানা মো. ইব্রাহীম শ্রেষ্ঠ প্রধান হন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply