২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ- ১১

     

তোমাকে ঘিরে
শশীলতা, জীবন থেকে হারায়ে গেলে জীবন
শূন্য দেহের দাম কি বলো-
পোকা মাকড়ের ঘর বসতি ছাড়া?

সব কিছু একদিন হারায়ে যাবে
শুধূ পথটুকু থেকে যাবে;
ভূগোলকের এই গোলকে।

যাও দূরে একা একা
তুমি তো সুদূরের নীহারিকা
প্রতিক্ষিত চোখ রবে তোমাকে ঘিরে।
তারিখ: ০৮/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।
আজও তোমার অপেক্ষায়
দূরে দেশে কেমন আছো-
জানতে চেয়ে মনের মধ্যে ব্যাকুলতা
তুমিতো দেখলে না শশীলতা!

ভালবাসার মাঝি এখন বৈঠা ছাড়া
মরা নদীর বুকে কেবল স্মৃতিকাতরতা
জোঁয়ার- ভাটা ছাড়া কেবল স্থিরতা।

ভালবাসার কাফন পড়া একটি মানুষ
রোজ প্রভাতে পূজার ডালি হাতে
আজও থাকে তোমার অপেক্ষাতে।
তারিখ: ০৮/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।
ভালোবাসার বন্ধন
শশীলতা চেয়েছিলে মুক্তির স্বাদ-
পেয়েছো কি অধরার আস্বাদ?
আমি তো কবেই খুলেছি তরবারির খাপ।

বলাকার মতো আকাশে উড়ে উড়ে
যাও দূর অজানা দেশেতে
ফিরতেই হবে গোধুলি বেলাতে।

ছোট এই( বুক) আশ্রয়টুকু রবে চিরদিন
ভুলেও যদি ফেরো কোনোদিন;
ভালোবাসার বন্দরে নোঙর করো তরী।
তারিখ: ০৮/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

জীবন কোরবান
ভুরেছো গান
করেছো অপমান
এই কি ভালবাসার দাম?

কথা দিয়েছো-
কথা ভেঙেছো
স্বার্থের বড় টান!

তবু তুমি সুখে থেকো
এই চোখে ভালবাসা দেখো
এই জীবন কোরবান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply