২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

কাজেম আলী স্কুলে শিক্ষাবোর্ড চেয়ারম্যান সরকারের ভিশন বাস্তবায়নে এ প্রতিষ্ঠান অনেকদূর এগিয়েছে

     

 

বাইরে থেকে এ প্রতিষ্ঠানের উন্নয়ন প্রত্যক্ষ করা যায় না। ভেতরের অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভূতপূর্ব সাফল্য দেখে আমি অভিভূত। আমি মনে করি বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে এ প্রতিষ্ঠান অনেকদূর এগিয়েছে। গতকাল (শনিবার) নগরীর প্রাচীনতম বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজ পরিদর্শনকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পরিচালনা কমিটির তত্ত্বাবধানে একটি পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে অগ্রগতি আর উন্নয়নের মহাসড়কে এসে পৌঁছেছে তা সত্যি প্রশংসনীয়। তিনি আরো বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকলে এবং শিক্ষকরা পাঠদানে আন্তরিক হলে এই অঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশী জনপ্রিয় হয়ে উঠবে। শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহিদা ইসলাম কাজেম আলী স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো, অডিটোরিয়াম এবং ক্লাসরুমগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ষ্টাফ ফটোগ্রাফার সুমন দাশ, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভূঁইয়া।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply