১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:০১/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

পতেঙ্গা লালদিয়া চরবাসী অবৈধ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

     

 

নিজস্ব প্রতিবেদক

নগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড ১৩ নং লালদিয়ার চরবস্তি এলাকা ফেব্রুয়ারি ১৮ সোমবার দুপুর ৩ ঘটিকার সময় সংলগ্ন, ১৩ নং লালদিয়ার এলাকায় অবৈধ উচ্ছেদ বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন, উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার নওফেল শিক্ষা মুন্তী তিনি তার বক্তাবে বলেন,এই লালদিয়ার চর এর কথা আমার বাবা মর্হুম এবি মহিউদ্দিন চৌধুরী তিনি যখন জীবিত ছিলেন,তখন এই এলাকার বাসিন্দাদের কথা বলেছিলেন, তিনি সবসময় সরন করত ৯১ সালের ঘৃর্নিঝড় কিভাবে মানুষ মারা গিয়োছিলো,তখন আমার বাবা এখানকার সেই মানুষ গুলাকে কিভাবে দাফন করেছিলেন,এবং কিভাবে পৃর্নবাসন হয়েছে, তিনি বলেছিলেন এই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধান মুন্তী জননেত্রী শেখ হাসিনা এই লালদিয়ার চরে একবার এসেছিলেন এবং তিনি নিজের চোখে দেখেছিলেন,এবং তিনি নিজেও কাজ করেছিলো, ব্যার্রিষ্টার নওফেল আরো বলেন,এখানে যে উচ্ছেদ হচ্ছে তা ও আমরা জানি,এবং যারা নদীর তীরে অবৈধ ভাবে বসবাস করে আসছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে,অনেক জায়াগা গুলা থেকে। এবং আমি যখন আপনাদের বিষয়টি জানতে পারলাম আবার কাগজপত্র ও দেখেছি,এখানে ক্ষতিগ্রস্থ যারা ছিলেন,এবং এই এলাকা থেকে আমাদের নেতৃবৃন্দরা বলেন আর আমি যদি আগে জানতাম তাহলে আমি আগেই জানাতাম এবং আমার সাথে সিডিএ চেয়ারম্যান আব্দুর সালাম সাহেব ওনার সাথে এই বিষয়টি নিয়ে অবগত করেছি, পাশাপাশি মেয়র সাহেবের সাথে কথা বলে অবগত করেছি, এবং তিনি ও জানেন যে আপনারা এখানে অনেক দিন ধরে বসবাস করে আসছেন, এই বিষয়টি এমপি মহোদয়গনকে ও আমি অবগত করেছি,এবং এই জায়গা নিয়ে বন্দর কৃতপক্ষ মালিক হিসাবে দাবি করছে, এই মিমাংসা সব কিছু কম্পিত করে যাতে আপনাদের সম্মানের দিকে দেখে আমরা পদক্ষেপ নিব। উক্ত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব মো: জাহাগীর আলম হাসান, তিনি তার বক্তাবে বলেন বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর দেওয়া এই জায়গা চর জমিতে আমরা বসবাস শুরু করি তথা কালীন আমাদের সংসদিয়ো সাবেক মুন্তী মর্হুম জনাব এম এ মান্নান সাহেব বঙ্গবন্ধকে বলেছিলেন তিনি বলেছিলো ওরা যে জায়গাতে যেতে চায় এবং যে জায়গাটি চয়েস করবে আমি তাদেরকে সেখানেই পৃর্নবাসন করবো , তিনি আরো উল্লিখিত করে বলেন তথা কালীন ডিসি অর্থাৎ ভুমি মন্ত্রনায়ের মাধ্যমে আমাদেরকে পৃর্নবাসন দেওয়া হয় এবং আমাদেরকে যে শর্ত্য দেওয়া হয়েছিলো, তা আমরা কম্পিত করেছি , এখন আমাদের একটাই দাবি বাংলাদেশ সরকারের মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন আমাদের এই খেটে খাওয়া মানুষকে গুলাকে পৃর্নবাসন করে, মাননীয় জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আশা করছি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মো: নুরুল হক,মো: নিজাম উদ্দিন, সালাউদ্দিন,মো: নর হোসেন,মো: সেলিম ভান্ডারী,মো: আব্বাস আলী,মো: কামাল উদ্দিন মো:নুর ইসলাম,মো: আশরাফ খোকন,মো: শাহ্ আজিজ,মো:মুক্তার হোসেন,মো: হারুন,মো: আলম,মো: জাহাগীর, মো: আরিফুল আলম আলভী,মো: সাইফুল, মো: আব্দুল গনি,মো: কামরুল হাসান সোহেল, মো: ছৈয়দ হোসেন,মো: আলী আজগর,মো: জসিম,মো: আব্দুল মালেক,মো: দিদারুল আলম,মো: আলী ওসমান,মো: দিদার,মো: কামাল,মো: জাবেদ,মো: আবু জহুর,মো: শেখ মুফিবুর রহমান,মো: ছালেহ আহম্মদ, আব্দুর রব,সুফিয়ান,রফিক,মিজান, ফারুক,জোহরা বেগম,লায়লা বেগম,সেলিনা বাহাদুর, আনু বেগম প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply