১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের আইকন-১৭’র মেধা যাচাই পরীক্ষা উৎসবমূখর পরিবেশে সম্পন্ন

     

“শুধু শিক্ষিত নয়, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হবো আমরা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিগত চার বছর ধরে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে দি রয়েলস্ ক্লাব। যা একটি আর্থসামাজিক, সেবা ও শিক্ষামূলক সংগঠন। ক্লাবটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো “সৃজনশীল আইকনের এর খোঁজে” মেধা যাচায় পরীক্ষাটি। গতকাল ৫ই মে চট্টগ্রাম মহানগের ৭টি কেন্দ্রে একই সময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো, চকবাজারে সাউথ এশিয়ান কলেজ, মুরাদপুরে রহমানিয়া উচ্চ বিদ্যালয়, আলকরন সুলতান আহমদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, ট্যালেন্ট পাবলিক স্কুল, কলকাকলি উচ্চ বিদ্যালয়, মোহরা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এবং দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়। পরীক্ষাটি ১ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসের উপর সৃজনশীল ভিত্তিক নৈর্বত্তিক প্রশ্নের উপর ভিত্তি করে নেওয়া হয়। সুন্দর ও সু-শৃঙ্খল পরীক্ষার কেন্দ্রে প্রচুর শিক্ষার্থীর সমাগম ও তাদের খোশমেজাজ পরিলক্ষিত হয়। পরীক্ষার সার্বিক অবস্থা পরিদর্শন করেন, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ইয়াসিন চৌধুরী আসিফ, প্রখ্যাত কলামিস্ট ও গবেষক অধ্যাপক মাসুম চৌধুরী, দি রয়েলস ক্লাব সভাপতি সাংবাদিক কিরণ শর্মা, প্রধান নির্বাহী ওয়াসিম আহমেদ, ব্যাবস্থাপনা পরিচালক(নির্বাহী) সাংবাদিক মনিরুল ইসলাম মুন্না প্রমুখ। অংশগ্রহনকারী সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে প্রধান নির্বাহী ওয়াসিম আহমেদ অভিনন্দন জানান ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply