২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:২৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু সোমবার

     

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের একটি আদেশ রয়েছে। কিন্তু অর্থ বরাদ্দের অভাবে এতদিন উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি জেলা প্রশাসন। অর্থ বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রীর আশ্বাসে আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি। সোমবার থেকে কর্ণফুলীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply