১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:১০/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সালনা জলসা

     

 

ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি লাভে দ্বীনী শিক্ষার চর্চা ও প্রচার-প্রসারের বিকল্প নেই। পৃথিবীর মানবীয় নিয়ম-শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সচল রাখার জন্য যেভাবে জাগতিক শিক্ষার প্রয়োজন, সেভাবে মানব জীবনের যাবতীয় কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে ধর্মীয় শিক্ষা অতীব প্রয়োজন। মুসলিম সমাজের সকল শ্রেণীর মানুষের দ্বীনের অনুসরণ করতঃ কোরআন-সুন্নাহর পারদর্শী একটি সম্প্রদায় বিদ্যমান থাকা অনস্বীকার্য। তার সঠিক চর্চা ও যথাযত অনুসরণের অভাবে বর্তমানে ব্যক্তি, পরিবার, সমাজসহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্যনীয়। তাই মুসলিম জীবনে সফলতা অর্জনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। গত ১৯ ও ২০ জানুয়ারি শনি ও রবিবার ২দিনব্যাপী ফেনী ছাগলনাইয়া উত্তর যশপুর তাকিয়া বাজারস্থ অলিয়ে কামেল হযরত রৌশন ফকির (রহ.)’র বার্ষিক ইছালে সাওয়াব উপলক্ষে শানে রাসালত মাহফিল ও রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সালনা জলসায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিউজ এজেন্সী (বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আবুল কাশেম ফজলুল হক। বিশেষ বক্তা ছিলেন রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাসান রেজা আলকাদেরী, আলহাজ্ব মাওলানা এ.টি.এম কায়কোবাদ, মাওলানা আমির হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হোসেন খোকা, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাকের হোসেন, রবিউল হোসেন বাবু, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নূর নবী, সাধারণ সম্পাদক মীর্জা জুলফিকার হায়দার শিমুল, মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আব্দুল হক নোমানী, হাফেজ মুহাম্মদ বেলাল, মোহাম্মদ রেজাউল কবির, শায়ের মাওলানা আব্দুল্লাহ আল নোমান কাদেরী, মাওলানা আমিরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply