১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১৬/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম কবিতা পরিষদের সাহিত্য আড্ডা

     

‘আধুনিকতা ও সৃজনশীল মনন চর্চার ফলে বাংলাদেশের কবিতা আজ নতুন পথ নির্মাণ করেছে। বৈচিত্রতাময় শব্দের শৈলীতে কবিতা পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে। কবিরা তাদের কবিতায় নতুন চিন্তা ও চেতনায় ধারণ করে কবিতাকে নতুনতের, নতুন প্রকাশে সৃষ্টিতে নিবেদিত হয়েছেন প্রতিনিয়ত। তাইতো কবিতা আজ পাঠকপ্রিয়তা অর্জন করেছে’। সৃজনশীল সাহিত্য সংগঠন চট্টগ্রাম কবিতা পরিষদের সাহিত্য আড্ডা ও কবি আরিফ চৌধুরীর জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত সাহিত্য সভায় বক্তারা এ কথা বলেন।
১৭ জানুয়ারি বিকেল ৫ টায় জামালখানস্থ প্যারেন্টস লাউঞ্জ মিলনায়তনে কবিতা পরিষদের কথামালা, কবিতাপাঠ ও আড্ডায় পরিষদের সাধারণ সম্পাদক সাইমন নজরুলের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সভাপতি ড. জিনোবোধী ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক, বাউসির উপ-পরিচালক অধ্যাপক ড. আজাদ বুলবুল, কবি ও সাংবাদিক শাহিদ হাসান, কবি ও অধ্যাপক মাঈনউদ্দিন জাহেদ, রাজনৈতিক, সংগঠক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, শিশু সাহিত্যিক উ্যপল কান্তি বড়ুয়া, শিশু সাহিত্যি রমজান আলী মামুন, গল্পকার মিলন বনিক, কবি শাহীন মাহমুদ, ছড়াকার আবু তসলিম, কবি আজিজ কাজল, ছড়াকার বাসুদেব খাস্তগীর, কবি আলমগীর হোসাইন, বাংলাদেশ কবি পরিষদের বিভাগীয় সমন্বয়ক কবি সাজিব চৌধুরী, সংগীত পরিচালক শিল্পী স্বপন কুমার দাশ, সাংবাদিক ও প্রাবন্ধিক আকাশ ইকবাল, সাংবাদিক স ম জিয়াউর রহমান, সংগঠক মোহাম্মদ লিপটন। উপস্থিত ছিলেন, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, কবি ইকরামুল আমিন বাবু, কবি এস এম কুতুবউদ্দিন বখতেয়ার, কবি শাহ মোহাম্মদ নেয়ামতউল্যাহ বিনোদন সাংবাদিক, গীতিকার আশিক বন্ধু, ফিরোজ চৌধুরী, বেনজীর বিন প্রিয়া, মোঃ কুতুবউদ্দিন প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply