২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ

ফলপ্রসূ না হলে বার বার সংলাপ করে লাভ নেই : খসরু

     

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সুফল বয়ে আনেনি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফলপ্রসূ না হলে বার বার সংলাপ করে কোনো লাভ নেই।

সংলাপে বসার বিষয়ে এক প্রতিক্রিয়ায় রবিবার গণমাধ্যমকে তিনি এই কথা জানান।

তিনি বলেন, সংলাপের ফলাফল তো আমরা দেখেছি। কোনো প্রতিফলন তো দূরের কথা, সে সংলাপের কারণে দেশের গণতন্ত্র বা নির্বাচনী প্রক্রিয়াতে কোনো ধরনের সুফল বয়ে এনেছে, এটা তো কেউ দেখতে পায়নি।

সংলাপের প্রয়োজন নেই বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে একটা সংবিধান আছে, সংবিধানে মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের কথা বলা হয়েছে, এগুলো থেকে ব্যত্যয় ঘটিয়ে সংলাপ করে কিছু অর্জন করা যাবে না।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply