২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে আল-হাসনাইন ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

     

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র পুত্র চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ৩ বারের সাবেক প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ আনোয়ার-কর্ণফুলী আসনে ৩বারের নির্বাচিত সংসদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় দক্ষিণ চট্টগ্রাম বাসীকে উৎপল্লিত করেছে। গত ১০ জানুয়ারী বৃহস্পতিবার নগরীর সার্সন রোডস্থ বাসভবনে দুঃস্থ-পীড়িত ও আত্ম-মানবতার সেবায় নিয়োজিত সংস্থা আল-হাসনাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক আলহাজ্ব শেখ আহমদ, যুগ্ম মহাসচিব শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, পাঠাগার সম্পাদক নূর রায়হান চৌধুরী, মাওলানা নূর মোহাম্মদ, মনিরুজ্জামান খান, খোরশেদুল আলম, সজল খান, রফিক কোম্পানী প্রমুখ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন, বাংলাদেশের শহর থেকে গ্রাম সব জায়গার মানুষের হাতে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে বর্তমান সরকার প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, বিশ্ব নেতৃত্বের মধ্যে নিজেকে ঠাঁই করে নিয়েছেন। এটা জাতি হিসেবে আমাদের জন্য গর্বের, গৌরবের মর্যাদাও বটে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply