২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৩১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের সভা

     

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে হোটেল সেক্টরে নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে। ১০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই আহবান জানানো হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ৫ম জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, সদর উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সিরাজুল ই্সলাম, সদর উপজেলা কমটির সাবেক সভাপতি মোঃ জামাল মিয়া, মোঃ শাকিল মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন ২০০৯ সালের পর গত ১ মার্চ ২০১৭ তারিখে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য মজুরির গেজেট(এসআরও নং ৩৮-আইন/২০১৭) প্রকাশ করেন, বর্তমান ঊর্দ্ধগতির বাজারদরে সরকার ঘোষিত মজুরিতে পরিবার-পরিজন নিয়ে একজন শ্রমিক ১০ দিনও চলতে পারবে না। তারপরও মালিকরা সরকার ঘোষিত  মজুরি কার্যকর না করে বে-আইনীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। শ্রম আইনে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বাসস্থানের বিধান থাকলেও আমরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে ও থাকতে হয়। শ্রমিকরা দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
সভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রমআইন বাস্তবায়ন, চাল ডাল তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা বাতিল, সর্বস্তরে রেশনিং চালু, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, সিলেটে স্থায়ী শ্রম আদালত স্থাপন ও ৯০ দিনের মধ্যে শ্রমআদালতের সকল মামলা নিষ্পত্তি করার দাবি জানান। সভায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ এর সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রধানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৬ জানুয়ারি’১৯ আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১ মার্চ’১৯ মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ এর ৫ম জেলা সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply