২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:২৭ পূর্বাহ্ণ

ব্যর্থতার দায় নিয়ে ভূমি মন্ত্রণালয় ত্যাগ করব না-জাবেদ

     

ব্যর্থতার দায় নিয়ে ভূমি মন্ত্রণালয় ত্যাগ করব না।দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ গঠনে যে চমক দেখিয়েছেন, আমরা কাজ করে তার প্রমাণ রাখবো। পাশাপাশি সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে কাজ করব।আজ বিকেলে চট্টগ্রাম বিমান বন্দর সাংবাদিকদের সংক্ষিপ্ত বক্তব্য এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী দুই বছরের মধ্যে ভূমি মন্ত্রণালয় কিছু করে দেখাবো। এজন্য ভূমি অফিসগুলো অটোমশনসহ সিসিটিভির আওতায় আনা হবে, গুড গর্ভনেন্স প্রতিষ্ঠা করা হবে। সারা দেশের ভূমি অফিসগুলোর সেবা বাড়ানো হবে।এই সময় এই দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী,   সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পিপি আ ক ম সিরাজুল ইসলাম, মন্ত্রীর এপিএস রিদুয়ানুল করিম সায়েম, আনোয়ারা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান চৌধুরী, বাংলাদেশ শেখ হাসিনা লীগ মহানগর কমিটির সভাপতি হাবিব উল্লাহ, জেলা ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার গণ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply