২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৩৯/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

শপথ নেয়নি বিএনপি-ঐক্যফ্রন্ট

     

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করলো একাদশ জাতীয় সংসদ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত প্রার্থী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

আজ বৃহস্পতিবার ৩ জানুয়ারি সকাল সোয়া ১১টায় শেরে বাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে, স্পিকার নিজে একাদশ সংসদ নির্বাচনে একটি সংসদীয় আসন থেকে বিজয়ী হওয়ায় বিধি অনুযায়ী তিনি নিজেই নিজেকে শপথ বাক্য পাঠ করান।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আসন গ্রহণের পর জাতীয় সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেন। এই আনুষ্ঠানিকতা শুরু হয় কোরআন তেলওয়াতের মাধ্যমে। পরে স্পিকার নিজে শপথবাক্য পাঠ করে সরকারদলীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ করানোর পর সংসদ সদস্যদের শপথের কাগজে সই করতে করতে বলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব। পরে তাদের সংসদ সদস্য রেজিস্ট্রারে সই করতে বলা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply