২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:২৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

চালু হল থ্রিজি- ফোরজি সেবা

     

মঙ্গলবার ( ১ জানুয়ারি) এ সেবা পুনরায় চালু করা হয়েছে বলে জানা গেছে।

অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা থ্রিজি ও ফোরজি। মঙ্গলবার ( ১ জানুয়ারি) এ সেবা পুনরায় চালু করা হয়েছে বলে জানা গেছে। এর আগে, গত রবিবার (৩০ ডিসেম্বর) চালু করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই আবারও বন্ধ করার নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (১ জানুয়ারি) দুপুর থেকেই থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। সেসময় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (সিস্টেম অপারেশনস) মো. রেজাউল করিম বলেন, ‘বিটিআরসির নির্দেশনায়শনিবারদুপুর ৩টার দিকে থ্রিজি ও ফোরজিসেবা বন্ধকরা হয়।রোববার রাত ১২টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।’ নির্বাচনকে কেন্দ্র করে কোনো গুজবকে যিাতে না ছড়াতে পারে সেজন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়। যদিও শুক্রবার সকাল ৮টায় আবার এ সেবা খুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply