১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

শপথ নিচ্ছে না ঐক্যফ্রন্টের নির্বাচিতরা!

     

বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে একটি নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে গতকাল। আমরা এই নির্বাচন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

জাতীয় নির্বাচনের একদিন পর সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‘আপনাদের যে ৭ জন নির্বাচিত হয়েছে তারা শপথ নিবেন কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু পুরো ফলাফলই আমরা প্রত্যাখ্যান করেছি তাই এখানে শপথ নেয়ার কোনও সুযোগ নেই।’

নির্বাচন মনিটরিংয়ে আসা বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে কোনও বিদেশি পর্যবেক্ষক আসেননি। যারা এসেছেন তারা সরকারের এইড এজেন্ট।’

এর আগে নির্বাচন পরবর্তী দলের করণীয় ঠিক করতে সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply