২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলে একই স্থানে ছাত্রলীগ-ঐক্যফ্রন্ট নির্বাচনী সমাবেশ ১৪৪ ধারা জারি

     

টাঙ্গাইলের বাসাইল বাসষ্ট্যান্ড চত্ত্বরে বুধবার বিকেলে ছাত্রলীগ ও ঐক্যফ্রন্ট নির্বাচনী জনসভা করার ঘোষণা দেয়ায় স্থানীয় প্রশাসন সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না বলেন, ‘আজ বিকেলে বাসাইল বাসষ্ট্যান্ড চত্ত্বরে নির্বাচনী জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতালীগ আবেদন করে। একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা অবনতি ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে সব প্রকার সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ এই আদেশ বুধবার দুপুর ১২টা থেকে রাত ৮পর্যন্ত বলবত থাকবে তিনি জানান।

উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এবং ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর কন্যা ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply