২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগও চাকরিতে প্রবেশের বয়স বাড়াবে

     

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণায় এ অঙ্গীকারের কথা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রায় পাঁচ কোটি ৩০ লাখ তরুণদের উদ্দেশ্যে দলটির ইশতেহারে বলা হয়, সরকার ক্ষমতায় গেলে তরুণরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন এবং তরুণদের যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করার আহ্বান জানাতে পারবে। ২০২৩ সাল নাগাদ অতিরিক্ত এক কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গৃহীত হয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে নতুনভাবে এক কোটি ১০ লাখ ৯০ হাজার মানুষ শ্রমশক্তিতে যুক্ত হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply